Tue. Oct 21st, 2025
Advertisements

shokh-nbs24খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬:  চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

আজ এক শোক বার্তায় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, দলের দুর্দিনে আলহাজ্ব শফিকুল ইসলাম চৌধুরী কান্ডারীর ভূমিকা পালন করেছেন। দলের যে কোন কর্মসূচীতে তাঁর উপস্থিতি ছিল সবসময় সরব। একজন সৎ, ত্যাগী, আদর্শবান রাজনৈতিক হিসেবেতিনি আজীবন মানুষের মনে বেঁচে থাকবেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

আলহাজ্ব শফিকুল ইসলাম চৌধুরী’র মৃত্যুতে আমি গভীর মর্মাহত, শোকাহত। মন্ত্রী তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ছয়টায় বার্ধক্যজনিত রোগে তিনি ইন্তেকাল করেন।