Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির জনকের স্বপ্ন ছিল উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। সে লক্ষ্যপূরণে আমরা কাজ করছি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষকে আর কখনো কারও কাছে হাত পাততে হবে না।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মংলায় ৫০ হাজার টন ধারণ ক্ষমতার খাদ্যগুদাম উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন থেকে আমরা নিজের জমিতে উৎপাদন করব, নিজের গুদামে সংরক্ষণ করব। নিজের উৎপাদিত ফসল নিজেরা খাব। অন্যের কাছ থেকে ভিক্ষা করে, হাত পেতে চলতে হবে না।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা উন্নত ও সমৃদ্ধ হব। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। এটা ছিল জাতির পিতার স্বপ্ন।’

তিনি বলেন, লবণাক্ত সহিষ্ণু ধান আমাদের গবেষকরা উদ্ভাবন করেছেন। আমরা সেটার চাষ করব।

এ সময় মংলার সাইলো সংরক্ষণ করতে স্থানীয়দের সুনজর কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, খুব শিগগিরই তিনি এটা দেখতে যাবেন।