Tue. Oct 21st, 2025
Advertisements

14568251_1780151408908135_1524922464035900453_nখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬:  পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মারুফ হাসানকে আজ সকাল ১০.৩০ টায় পিরোজপুর জেলা বিএনপির কার্যালয় থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। পিরোজপুর জেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দলীয় কার্যালয় প্রোগাম চলাকালে প্রোগামে থাকা মারুফ হাসানকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আলমগীর হোসেন।এ সমায় আলমগীর হোসেন বলেন, অবৈধ সরকার গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বানচাল করতে একের পর এক জিয়ার সৈনিকদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। জেল-জুলুম নির্যাতন চালিয়ে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যাবে না। সকল জুলুম উপেক্ষা করে আওয়ামী বাকশালীদের হাত থেকে অবরুদ্ধ গনতন্ত্র পুনরুদ্ধার করতে ছাত্রদল সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।

তিনি অবিলম্বে জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মারুফ হাসান মুক্তি দেবার আহবান জানান।