খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬: দূরদর্শিতায় সব সময় এক ধাপ এগিয়ে থাকা সাউথইস্ট ব্যাংক লিমিটেড ২০১৫ সালের অনবদ্য ও মানসম্মত বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য শ্রেষ্ঠ ব্যাংকিং (প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক – সনাতন ব্যাংকিং) সেক্টরে “প্রথম স্থান” অর্জন করার বিরল খ্যাতি লাভ করেছে। ইন্সটিটিউট অব কষ্ট এ্যান্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) কর্তৃপক্ষ সুচারুরূপে ও নিখুঁতভাবে বিশে¬ষণ করে সাউথইস্ট ব্যাংক’কে এই পুরস্কার প্রদান করেছে।
গত ২৬ অক্টোবর ২০১৬ তারিখে ঢাকার একটি হোটেলে, ইন্সটিটিউট অব কষ্ট এ্যান্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর উদ্যোগে আয়োজিত আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে মাধ্যমে সাউথইস্ট ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত (এম পি) এর নিকট থেকে পুরস্কারটি গ্রহন করেন ।
বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যাংকিং প্রতিষ্ঠানের মধ্যে সাউথইস্ট ব্যাংক অন্যতম। ২১ বছরের পথচলার ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত হিসাবে ব্যাংক এর মোট স¤পদের পরিমান ২৮,৯০০.৪৩ কোটি টাকা এসে দাড়ায় । এছাড়াও ৩০ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত হিসাবে মোট আমানত ২৩,৪২৯.৩৩ কোটি টাকা এবং মোট ঋণ ও অগ্রিম রয়েছে ১৮,৭৫০.৪৯ কোটি টাকা। সাউথইস্ট ব্যাংক এর ২০১৫ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদনটি ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত হিসাবে ব্যাংকের ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস (ঈজওঝখ) দ্বারা নিরীক্ষা করা হয়েছে, তারা দীর্ঘ মেয়াদের জন্য অঅ (উচ্চমান এবং উচ্চ নিরাপত্তা) এবং স্বল্প মেয়াদের জন্য ঝঞ-২ (উচ্চ গ্রেড) এর জন্য সাউথইস্ট ব্যাংক’কে গ্রেডিং করেছে। নিরীক্ষিত ক্রেডিট রেটিং টি ২২ জুন, ২০১৭ পর্যন্ত বৈধ থাকবে। সাউথইস্ট ব্যাংক প্রতি বছর ভালো মুনাফা অর্জন করে আসছেন এবং আশাব্যাঞ্জক হারে লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ বণ্টন করে আসছে ।
সাউথইস্ট ব্যাংক বিদ্যমান মূল্যবোধ ও চলমান ধারার সাথে তাল রেখে এবং বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানের সামাজিক ও পরিবেশের প্রতি দায়িত্ব ও গুরুত্বে¡র প্রতি সম্মান রেখে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে থাকে। সার্বিক কার্যμমের উৎকর্ষতার আলোকে ব্যাংক পরিচালনা এবং গুণগত উত্তরণ ব্যাংকের নিকট সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। কঠিন বাধা সত্ত্বেও, উৎসাহ-উদ্দীপনা এবং কর্মোদ্যমের সাথে অধিকতর সাফল্য অর্জনে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের শক্তি হচ্ছে গ্রাহকদের সাথে ঘনিষ্ঠ ও হƒদ্যতাপূর্ণ অংশীদারিত। অত্যাধুনিক এবং পরীক্ষিত ব্যাংকিং প্রযুক্তি এবং সেবা পণ্যসমূহের সমন্বিত ব্যবহারের মাধ্যমে উন্নততর গ্রাহক সেবাই হচ্ছে আমাদের সফলতার মূল চাবিকাঠি। গ্রাহকরাই হচ্ছে আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে চেষ্টা করে থাকি গ্রাহকদের একটি কাউন্টার থেকে সম্পূর্ন ব্যাংকিং সেবা পৌঁছে দিতে। ব্যাংকের পরিচালনা পর্ষদের মূল্যবান দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং দক্ষ জনশক্তির সার্বিক সহযোগিতায় স্বচ্ছ ও দায়িত্বশীল কোম্পানী ব্যবস্থাপনায় সাউথইস্ট ব্যাংক অঙ্গীকারাবদ্ধ। আজ সাউথইস্ট ব্যাংক স্থানীয়ভাবে একটি প্রশংসিত এবং বৈশ্বিকভাবে একটি স্বনামধন্য ব্যাংক।
ইন্সটিটিউট অব কষ্ট এ্যান্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রথম স্থানের স্বীকৃতি অর্জন সাউথইস্ট ব্যাংক এর কর্মক্ষমতা বৃদ্ধিতে, কর্পোরেট সুশাসন বজায় রাখতে এবং এর উত্তরোত্তর উন্নতি বৃদ্ধিতে বিপুলভাবে উৎসাহ যোগাবে ।