খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬: শরীয়াহ্ভিত্তিক ব্যাংকিংয়ে অবদানের স্বীকৃতি স্বরূপ ইনস্টিটিউট অব কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ-কে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে “বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৫” পুরস্কারে ভূষিত করেছে।
২৬ অক্টোবর, বুধবার হোটেল সোনারগাঁ-এর বলরুমে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এমপি প্রধান অতিথি হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কাজী তউহীদ উল আলম -এর নিকট এ পুরস্কার হস্তান্তর করেন। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) -এর চেয়ারম্যান অধ্যাপক ড. এম. খায়রুল হোসেন, আইসিএমএবি’র সভাপতি আরিফ খান, এফসিএমএ, বেস্ট কর্পোরেট এ্যাওয়ার্ড সিলেকশন কমিটির চেয়ারম্যান মুজাফফার আহমেদ, এফসিএমএ, এফসিএস, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, উপব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাফর এবং বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।