খোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ : দৈনিক সোনালী খবরের সাহজাহান খানকে সভাপতি ও দৈনিক দেশের কন্ঠের আল আমিন শেখকে সহ-সভাপতি করে শ্রীনগর প্রফেশনাল সাংবাদিক ইউনিটির কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দিকে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ইসলাম নিতুল (ফেয়ার নিউজ সাভির্স), সহ-সম্পদক শাওন হোসেন সুমন (দৈনিক নওরোজ), সাংঠনিক সম্পাদক এম. মোতালেব মল্লিক (দৈনিক দেশকাল), কোষাধক্ষ্য তুহিন ইসলাম (সাপ্তাহিক আইন আদেশ আদালত), প্রচার সম্পাদক হামিদুল ইসলাম স্বপন (সাপ্তাহিক জনপ্রিয়), দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম শিপু (দৈনিক রূদ্র বাংলা), নির্বাহী সদস্য রয়েছে জাকির লস্কর (শ্রীনগর নিউজ ডট কম), নির্বাহী সদস্য আবুল বাশার (খবর প্রতিদিন ডট কম), নির্বাহী সদস্য পুস্প আক্তার (সময় কন্ঠ ডট কম)।