Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30kখোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ :  “প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নে আজ শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় হতদরিদ্রদের মাঝে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিতরনের শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ। এরআগে তালিকা প্রনয়নে ব্যাপক অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান চাল বিতরন শুরুর আগেই কয়েকটি কার্ড স্থগিত করে, ক্রমানয়ে তালিকায় অনিয়মের বিষয়টি তিনি নিজে তদন্ত করে স্বচ্ছল ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত হতদরিদ্রদের নাম তালিকাভুক্ত করার আশ্বাস প্রদান করেন স্থানীয়দের।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল হাকিম রাজ, ইউপি সদস্য আমিন চৌধুরী,সদস্যা জেছমিন আক্তার, আতাউর মাষ্টার, স্থানীয় আওয়ামী লীগ নেতা রাখাল চন্দ্র দাশ, ইউপি ছাত্রলীদের সম্পাদক শামীম আহমদ, প্রবাসী আওয়ামীলীগ নেতা মিছবাহ উদ্দিন। সার্বিক তত্বাবধায়নে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাজনগর।
এ ইউনিয়নে ৬৯৪ জন হতদরিদ্র নারী-পুরুষ ১০ টাকা কেজিতে চাল পাবেন।