খোলা বাজার২৪, শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ : চট্টগ্রামের মীরসরাইয়ে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে ৩ ডাকাত নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত আড়াইটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।
এসময় ডাকাত দলের ব্যবহৃত ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি চন্দন দেবনাথ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিজামপুর এলাকায় ডাকাত দল অবস্থান করেছে এমন খবরের ভিক্তিতে র্যাব অভিযান চালালে র্যাবকে লক্ষ্য করে ডাকাতরা গুলি চালায়। র্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টাগুলি চালায় এতে ঘটনাস্থলে ৩ ডাকোতের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে ৩টি বিদেশী পিস্তল ২টি ওয়ার শূট্যারগান উদ্ধার করা হয়েছে।
এদিকে মিরসরাই থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ এমকে ভূইয়া জানান, উপজেলার নিজামপুর পুলিশ ফাঁড়ির সন্নিকটে কমলদহ বাইপাস রোডে র্যাবের সাথে ডাকাত দলের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে বলে র্যাব জানিয়েছে। লাশ তিনটি থানায় আছে।তবে নিহতদের নাম পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।