Mon. Mar 17th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2kখোলা বাজার২৪, শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ :  অভিষেক টেস্টেই আলো ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় টেস্টে নিজেকে নতুন উচ্চতায় তুলে নিলেন । বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই নিলেন ৫ উইকেট!

মিরপুর টেস্টের প্রথম দিন বিকেলে দুই উইকেট নিয়েছিলেন মিরাজ। অসাধারণ বোলিংয়ে দ্বিতীয় দিন সকালে নিয়ে নেন আরও ৩ উইকেট।

চট্টগ্রামে অভিষেক ইনিংসেই ৬ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ ঢাকা টেস্টেও জ্বলে উঠেছেন। তার দারুণ বোলিংয়ে ১৪৬ রানেই ৮ উইকেট হারিয়ে বিপদে ইংল্যান্ড।

৭ উইকেটের ৫টিই নিয়েছেন মিরাজ। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন তরুণ এই অফস্পিনার। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ইনিংসে ৫ উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি বোলার তিনিই।

ঢাকা টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ২২০ রানের জবাবে দ্বিতীয় দিনে ব্যাট করছে ইংল্যান্ড। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শুরুতেই ২ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ২২০ রানের জবাবে ইংল্যান্ডের শুরুটা খুব বেশি ভালো হলো না। শুরুতেই ইংল্যান্ড ব্যাটিংয়ে আঘাত করলেন মেহেদী হাসান মিরাজ। এরপর আঘাত করলেন তাইজুল ইসলাম। পরপর দুই উইকেটের পতন। ইংল্যান্ড ৮ উইকেটে ১৪৯।

ব্যাট করছেন জো রুট (৫৩) ক্রিস ওকস (০)। ফিরে গেছেন জাফর আনসারি (১৩), জনি বেয়ারস্টো (২৪), বেন স্টোকস (০), মঈন আলী (১০), গ্যারি ব্যালান্স (৯), অ্যালিস্টার কুক (১৪), বেন ডাকেট (৭)।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম দিনের ৩ উইকেটে ৫০ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। বৃষ্টির কারণে ১১.৩ ওভার আগেই প্রথম দিন শেষ হওয়ায় আজ ৩০ মিনিট আগে সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে।

চট্টগ্রামে অভিষেক ইনিংসেই ৬ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ ঢাকাতেও মুশফিকুর রহিমের ভরসা হয়ে উঠেছেন। প্রথম দিনে অ্যালিস্টার কুক ও গ্যারি ব্যালান্সকে ফিরিয়েছিলেন তিনিই। দ্বিতীয় দিনের শুরুতেও জ্বলে ওঠেন তরুণ এই অফ স্পিনার।

দ্বিতীয় দিনে মিরাজ নিজের দ্বিতীয় ওভারেই বোল্ড করে ফিরিয়ে দেন মঈন আলীকে (১০)। পরের ওভারে ইংলিশ শিবিরে আবার আঘাত হানে স্বাগতিকরা। এবার তাইজুল ইসলামের বলে বেন স্টোকসের (০) দারুণ এক ক্যাচ নেন মুমিনুল হক। তখন ৬৯ রানেই ৫ উইকেট নেই সফরকারীদের।

এরপর ষষ্ঠ উইকেটে উইকেটকিপার-ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন জো রুট। দলের স্কোর শতরান পার করেন এই দুজন। তবে দ্বিতীয় স্পেলে আক্রমণে এসেই ৪৫ রানের এ জুটি ভাঙেন মিরাজ। তার বলে এলবিডব্লিউ হয়ে যান বেয়ারস্টো (২৪)। ইংল্যান্ডের স্কোর তখন ৬ উইকেটে ১১৪।

এর আগে তামিম ইকবাল ও মুমিনুল হকের দাপুটে ব্যাটিংয়ে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। তবে সেই দারুণ শুরু ধরে রাখতে পারেননি পরের ব্যাটসম্যানরা। ১ উইকেটে ১৭১ রান থেকে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ২২০ রানে। ৪৯ রানেই পড়েছে শেষ ৯ উইকেট!

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৬৩.৫ ওভারে ২২০ (তামিম ১০৪, মুমিনুল ৬৬, মাহমুদউল্লাহ ১৩, সাকিব ১০; মঈন ৫/৫৭, ওকস ৩/৩০, স্টোকস ২/১৩ )।