Tue. Oct 21st, 2025
Advertisements

2016-10-29_3_693347 খোলা বাজার২৪, শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ :  থাইল্যান্ডের প্রয়াত রাজাকে শেষ শ্রদ্ধা জানাতে শনিবার ব্যাংককের গ্র্যান্ড প্যালেসে জনতার ঢল নামে। তাকে শ্রদ্ধা জানানো উপলক্ষে এই প্রথমবারের মতো দেশের সাধারণ জনগণ রাজ দরবারে প্রবেশের সুযোগ পেল। সেখানে রাজা ভূমিবল আদুলিয়াদেজের কফিন রাখা আছে।
বিভিন্ন ক্ষেত্রে দেশের নাগরিকদের কাছে শ্রদ্ধার পাত্র ভূমিবল থাইল্যন্ডের অস্থির রাজনীতিতে স্থিতিশীলতার একমাত্র আশ্রয়স্থল হিসেবে বিবেচিত ছিলেন। দুই সপ্তাহ আগে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
ভূমিবলের মৃত্যুতে দেশে এক বছরের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া দেশের অধিকাংশ নাগরিক কেবলমাত্র সাদাকালো পোশাক পরিধান করে আসছেন এবং টিভি চ্যানেলগুলো ঘন্টার পর ঘন্টা ধরে তার দীর্ঘ ৭০ বছরের রাজত্ব কালের বিভিন্ন ভিডিও ফুটেজ প্রচার করে আসছে।
গত দুই সপ্তাহ ধরে দেশের সাধারণ জনগণকে রাজার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গ্র্যান্ড প্যালেসের বাইরে জড়ো হতে দেখা যায়।
ফলে শনিবার এই প্রথমবারের মতো দেশের সাধারণ জনগণ সুসজ্জিত রাজ দরবারে প্রবেশের সুযোগ পাচ্ছেন।