Thu. Aug 28th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ :  গতকাল রাতে কুমিল্লার ধর্মসাগর থেকে অজ্ঞাত নামা এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। ধর্মসাগরের পশ্চিম পাড়ে ভাসমান অবস্থা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। তবে অজ্ঞাত ওই যুবকের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সরজমিন পরিদর্শনে জানাজায়, গতকাল রাত ১০টার দিকে কুমিল্লার ঐতিহ্যবাহী ধর্মসাগড় পশ্চিম পাড়ে অজ্ঞাত নামে এক যুবকের লাশ ভেসে ওঠে। লাশ ভেসে থাকার খবর মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে কোতয়ালি মডেল থানা পুলিশ। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ডোমের সহায়তায় পানি থেকে লাশটি পাড়ে উঠানো হয়। তবে উদ্ধারকৃত যুবকের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে ছিল সাদা লুঙ্গি, কালো গেঞ্জি। সাথে কোমরে পলিথিন দিয়ে মোড়ানে দুই ’শ টাকা পাওয়া গেছে । যুবকের শরীর ফুলে ফেপে যায়।
কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সালাউদ্দিন জানান, মোবাইল ফোনের মাধ্যমে আমরা জানতে পারি ধর্মসাগরে এক যুবকের লাশ ভেসে রয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিলো না। ধারনা করা হচ্ছে সে ডুবে মারা গেছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।