খোলা বাজার২৪, শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ : নীলফামারীর ডিমলা উপজেলায় শনিবার বেলা ১২.০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ২ যুবকে আটক করেছে ডিমলা থানা পুলিশ।
আটককৃতরা হলেন নীলফামারীর ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামের মৃত আব্দুল হকের পুত্র মঞ্জুরুল হক (২৫) ও একই এলাকার আব্দুল মতিনের পুত্র রাব্বি ইসলাম (২০)।
ডিমলা থানার পুলিশের উপ পরিদর্শক আতিকুর রহমান জানায় তারা গোপনে বিভিন্ন মাদকদ্রব্য চালান, পাচার ও বিক্রীর সাথে দীর্ঘদিন ধরে জরিত আছে। তাদেরকে ২৯ অক্টোবর শনিবার সকালে ডিমলা উপজেলার ভারত সীমান্ত কাটাতারের পাশ্ব দিয়ে ডালিয়া তিস্তা ব্রীজ দিয়ে ব্যাটারী চালিত অটোবাইক দিয়ে ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ডোমারের উদ্্েযশে যাওয়ার সময় ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ মোড় হতে আটক করা হয়।
ঘটনাটি নিশ্চিত করেন ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন।