Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

financial-expressখোলা বাজার২৪, শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ : সামাজিক কল্যাণ কর্মসূচীর অংশ হিসেবে ডাচ্-বাংলা ব্যাংক ২০১৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দেশের বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ৩,০৩৭ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করেছে। এ পর্যন্ত মোট ৪১,৬০০ জন শিক্ষার্থী ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তির সুযোগ পেয়েছে যার মধ্যে বর্তমানে বিভিন্ন শিক্ষাস্তরের ১৭,৯৬৩ জন শিক্ষার্থী বৃত্তির সুযোগ গ্রহণ করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত, এম.পি. প্রধান অতিথি হিসেবে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক, এম.পি. এবং বাংলাদেশে নিযুক্ত কানাডার মাননীয় রাষ্ট্রদূত মি. বেনওয়া পিয়ের লাঘামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৯ অক্টোবর, ২০১৬ ইং তারিখে ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তিপত্র বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান জনাব সায়েম আহমেদ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব কে.এস. তাবরেজ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় মন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি প্রদান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ব্যাংকের অন্যান্য সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমের কথা উল্লেখ করেন। তিনি ডাচ্-বাংলা ব্যাংকের ধারাবাহিক সামাজিক ও জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেন এবং এ বৃত্তি প্রকল্পকে দেশের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের কল্যাণে আর্থিক খাতের অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেন। দেশের অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সমাজের কল্যাণে এ ধরনের কর্মসূচী গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তৃতায় মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক বলেন, ডাচ্-বাংলা ব্যাংক স্ব-প্রচেষ্টা ও নিজ আন্তরিকতায় সুবিধাবঞ্চিত অসচ্ছল ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়ে দেশ ও জাতি গঠনে যে বলিষ্ঠ ভূমিকা রাখছে তা সর্বমহলে প্রশংসার দাবীদার। তিনি বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান এবং তারা প্রকৃত শিক্ষায় আলোকিত হয়ে দেশ গঠনে নিজেদেরকে উৎসর্গ করবে-এই আশাবাদ ব্যক্ত করেন।

জনাব, বেনওয়া পিয়ের লাঘামে তাঁর বক্তব্যে সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত গঠনে এই অনন্য চেষ্টার জন্য ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের প্রশংসা করেন এবং এই উদ্যোগ দেশের মানবসম্পদ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানান।

ব্যাংকের চেয়ারম্যান জনাব সায়েম আহমেদ বলেন, ডাচ্-বাংলা ব্যাংক জন্মলগ্ন থেকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সামাজিক দায়বদ্ধতা পালনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির পূণর্বাসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে আসছে। তিনি আরো বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের মোট বৃত্তির শতকরা ৯০ ভাগ দেয়া হয় দেশের প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীদের মাঝে, তন্মধ্যে শতকরা ৫০ ভাগই দেয়া হয় ছাত্রীদেরকে। ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য তিনি মাননীয় মন্ত্রী, মাননীয় রাষ্ট্রদূত ও সকল আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব কে.এস. তাবরেজ বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীদের অভিন্দন জানান এবং আগত সম্মানিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।