Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

bgb-bg2013022806544920130930062246_39302খোলা বাজার২৪, শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ :  পিরোজপুর জেলার ৪টি উপজেলার ৮টি ইউনিয়নের স্থগিত হওয়া ১০টি কেন্দ্রের ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা, দাউদখালী, টিকিকাটা ও বড়মাছুয়া ইউপির প্রত্যেকটির ১টি করে কেন্দ্রের ভোটগ্রহণ করা হবে।

ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউপির ২টি, নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউপিতে ১টি এবং কাউখালী উপজেলার ময়না রঘুনাথপুর ইউপির ২টি, চিড়াপাড়া পারসাতুরিয়া ইউপির ভোটগ্রহণ হবে। তবে এই উপজেলার শিয়ালকাঠী ইউপির ১টি কেন্দ্রের ভোটগ্রহণ নিয়ে দায়ের হওয়া মামলা তদন্তে থাকায় এখানকার ভোটগ্রহণ পরে অনুষ্ঠিত হবে।

পিরোজপুরের নাজিরপুরের শাঁখারীকাঠী ইউনিয়নে স্থগিত হওয়া ইউপি নির্বাচনে কারচুপির আশংকা বিএনপি সমর্থিত প্রার্থীর। ওই ইউনিয়নের ২নং পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে স্থগিত হওয়া নির্বাচন আগামী ৩১ আক্টোবর। ওই ইউনিয়নের বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. জাকির হোসেন খান সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে বরিশাল বিভাগীয় কমিশনার ও  জেলা প্রশাসক সহ প্রশাসনের  বিভিন্ন দফতরে আবেদন করেছেন। গত ২৫ অক্টোবর দেয়া আবেদনে জানা গেছে, গত ২২মার্চ অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে সেখানে বিএনপি সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত জেনে আ’লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী কেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে।

এই ইউনিয়নের ২নং পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে স্থগিত হওয়া নির্বাচন আগামী ৩১ আক্টোবরের নির্বাচন যাতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হয় এর দাবীতে ভোট কেন্দ্রে র‍্যাব ও বিজিপি মোতায়নের দাবী  করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ জাকির হোসেন খান ও স্থানিয় বিএনপি।