Tue. Oct 21st, 2025
Advertisements

খোলা বাজার২902278_278761478925676_1284129526_o৪, শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ :  মহান ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক অলি আহাদ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী (২০ অক্টোবর ২০১৬) উপলক্ষে গণ সংস্কৃতি দল-এর উদ্যোগে আগামী ৩১ অক্টোবর ২০১৬ সোমবার দুপুর ২:৩০ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক স্মরণ সভা’র আয়োজন করা হয়েছে।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র সম্মানীত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূখ্য আলোচক হিসেবে থাকবেন ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল গফুর।

সভাপতিত্ব করবেন গণ সংস্কৃতি দলের সভাপতি এস. আল-মামুন।