Mon. Oct 20th, 2025
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ : index (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ঢাবি শিক্ষক সমিতি।শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হেনস্থা বা ফেল করাবার জন্যে ভর্তি পরীক্ষা নেয় না; বরং মেধাবীদের মধ্য হতে সেরাদের বাছাই করাই এর উদ্দেশ্য।

শনিবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারন সম্পাদক অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ঢাবির ভর্তি পরীক্ষা পরীক্ষিত, স্বচ্ছ এবং ছাত্র-বান্ধব প্রক্রিয়ায় হয়। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করে স্ব স্ব ইউনিটের ভর্তি সংক্রান্ত কমিটি। এটি একটি যুগোপযোগী প্রক্রিয়া, যা ক্রমাগত পরিমার্জনের মাধ্যমে সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাঠক্রম অনুসরণ করে কয়েকটি ধাপে নিরীক্ষণ শেষে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। সুতরাং এর গুনগত মান নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। তবে ভর্তি প্রক্রিয়া অথবা প্রশ্নপত্রের উৎকর্ষ সাধন নিয়ে যে কোনো মহলের সুনির্দিষ্ট পরামর্শ শিক্ষক সমাজ সাদরে গ্রহণ করতে প্রস্তুত।