Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

65

খোলা বাজার২৪, রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ :

চট্টগ্রাম জেলার লোহাগোড়ায় বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। রবিবার দুপুরে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় পিকআপ ভ্যানের যাত্রী ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।
হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বার্তা সংস্থা এনবিএসকে জানান, লোহাগাড়া আজিজ নগর এলাকায় সড়ক দূর্ঘটনায় মোট ৩ জনের মৃত্যুর খবর আমরা জেনেছি। দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি আরো জানান চকরিয়া অভিমুখি পিকআপ ভ্যানের সাথে যাত্রীবাহি বাসের মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে পিকআপ চালক ওসমান মারা যায়। এবং এতে আরো ৮ জন যাত্রী আহত হয়। তাদের হাসপাতালে নেয়ার পথে আরো ২ জনের মৃত্যু হয়েছে।বাকী আহত যাত্রীদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।