Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪, সোমবার, ৩১ অক্টোবর ২০১৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যাতে ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন সাত হাজার ৫৬৬ জন পরীক্ষার্থী।

যোগ্য বিবেচিত এই পরীক্ষার্থীদের মধ্েয এক হাজার ৫৪০ জন শেষ পর্যন্ত ‘ঘ’ ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদে লেখাপড়া করার সুযোগ পাবেন।
এর মধ্যে বিজ্ঞান থেকে ১ হাজার ৭৯ জন, ব্যবসায় শিক্ষা থেকে ৩৯০ জন এবং মানবিক থেকে ৫৩ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।
এক লাখ ৯ হাজার ১৭৩ জন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থী এবার এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেছিলেন। তাদের মধ্েয ৭৩ হাজার ৯৮৯ জন গত ২৮ অক্টোবর এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সোমবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
পরীক্ষার্থীরা তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।
এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে উট<>এঐঅ<>জড়ষষ টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
যোগ্য বিবেচিতরা ৭ নভেম্বর থেকে ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে পারবেন।
আর কোটায় আবেদনকারীদের ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে ফরম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে।
চয়েস ফর্ম যারা পূরণ করবেন, তারা কোন বিষয়ে মনোনয়ন পেয়েছেন তা জানানো হবে ২১ নভেম্বর।
কেউ ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে চাইলে ৩ থেকে ৬ নভেম্বরের মধ্যে ডিন অফিসে যোগাযোগ করতে হবে।