খোলা বাজার২৪, সোমবার, ৩১ অক্টোবর ২০১৬: রামপালে সুন্দরবন ধ্বংসকারী কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবী জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শেখ হাসিনা ভোটারবিহীন সিলেকশনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেছে। এই জালিম সরকার শেখ হাসিনার সাথে জনগনের কোন সর্ম্পক নেই। সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের তাবেদারীতে লিপ্ত। ভোটারবিহীন সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতের স্বার্থে দেশ বিরোধী দাসখত চুক্তি করেছে। রামপালে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্পের নামে সরকার সুন্দরবন ও জীব বৈচিত্র ধ্বংসের ষড়যন্ত্র করছে। অবৈধ সরকারের সাথে অবৈধ চুক্তি ও প্রকল্প বাংলাদেশের জনগন প্রতিহত করবে। কেননা ইতোমধ্যে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মানকারী প্রতিষ্ঠান এনপিটিসি নিজ দেশ ভারতের নরসিংহপুর, কর্নাটক রাজ্য, তামিলনাডু রাজ্য ও শ্রীলংকা থেকে প্রত্যাখ্যাত হয়ে প্রকল্প গুটিয়ে নিতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, কয়লা বিদ্যুৎ প্রকল্পের মারাত্মক ক্ষতিকারক প্রতিক্রিয়ার সব তথ্য প্রমান উপস্থাপনের পরেও সরকার দেশবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের স্থানেরও অনেক বিকল্প আছে, কিন্তু সুন্দরবনের কোন বিকল্প নাই। আমরা সরকারকে সুন্দরবনকে নিশ্চিত ধ্বংসের মুখে ঠেলে দেয়ার হঠকারী, অযৌক্তিক ও অলাভজনক প্রকল্প বাতিলের দাবী জানাই। প্রতিদিন দেশে ও বিদেশে দেশপ্রেমিক ও মানবতাবাদী ব্যাক্তি, গোষ্টি ও সংগঠন জনস্বার্থ ও পরিবেশ বিপন্নকারী প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও সরকার শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন দমন করে চলছে।
তিনি আরো বলেন, রামপালে কয়লা বিদ্যুত কেন্দ্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কর্তৃপক্ষ, রামসার কনভেনশনের সচিবালয়, বাংলাদেশ বন অধিদপ্তর ও দেশের পরিবেশ বিশেষজ্ঞদের আপত্তি অগ্রায্য করে সরকার প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে। এতে ৮ হাজার হাজার পরিবারকে উপযুক্ত ক্ষতিপুরন না দিয়ে বসতবাড়ী থেকে উচ্ছেদ করা হয়েছে। ফসলী জমি ও মাছের ঘের ভরাট করা হচ্ছে। উচ্ছেদকৃত কৃষিজীবিদের সাথে সুন্দরবনে কাঠ, গোলপাতা, মধু সংগ্রহকারী ও আশে পাশের নদী ও খালে মাছ শিকারী হাজার হাজার পরিবার বেকার ও নিঃস্ব হয়ে যাবে। তাই দেশ ও মানুষের স্বার্থে রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে।
তিনি আজ ৩১ অক্টোবর (রবিবার) বেলা ১১ টায় মেরিনা রেস্তরায় সুন্দরবন রক্ষার দাবীতে রমনা থানা লেবার পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তাব্যে একথা বলেন।
লেবার পার্টিও রমনা থানা আহবায়ক মোঃ মন্টু মিয়ার সভাপতিত্বে কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডঃ ফারুক রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর লেবার পার্টির সাধারন সম্পাদক মাহমুদ খান, কেন্দ্রীয়নেতা অ্যাডঃ মোস্তাকুর রহমান। বক্তাব্য রাখেন লেবার পার্টির নগর সহ সভাপতি নাসির উদ্দি হাওলাদার, নগর যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সরকার, শ্রমিক নেতা তানভির আহমেদ, কাজী সেলিম রেজা, আবদুর রহমান ও ছাত্রমিশন নগর আহবায়ক মোঃ মিলন হাওলাদার প্রমুখ।