Mon. Oct 20th, 2025
Advertisements

7খোলা বাজার২৪, সোমবার, ৩১ অক্টোবর ২০১৬: রণবীরের গালে আনুশকা শর্মার চড়। তাও আবার সজোরে। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। তবে বাস্তবে নয়, ‘অ্যায় দিল হে মুশকিল’ ছবির একটি দৃশ্যেই অনুশকা শর্মা রণবীরকে চড় মারতে দেখা যাবে। এ দৃশ্যটি করতে গিয়ে নায়িকা এতটাই জোরে চড়টা মেরেছিলেন যে রণবীর নাকি রেগে গিয়েছিলেন! পরে নিজেকে সামলে নেন তিনি। আর আর দৃশ্যটি ওকে হতেই পড়ে যায় হাসির রোলও।

উপস্থিত শুটিং সেটের সবাই খুব উপভোগ করেছেন বিষয়টি। এ বিষয়ে আনুশকা শর্মা বলেন, চড় মারার পর রণবীর যতটা না রেগেছে তার চেয়ে বেশি নখরা করেছে! এই দৃশ্যগুলো একটু চিট করে শুট করা হয়। প্রথমে অন্য একজনকে চড় মারা হয়, পরে আসল টেক হয়। আমার মুশকিল হলো, শুটের সময় একটু বেশি ইনভলভ্ড হয়ে পড়ি। ফাইনাল টেকের আগে রণবীর বলেছিল, সত্যি করে না মারতে। কিন্তু আমি ইনস্টিংক্টের বশে মেরে দিয়েছিলাম। ঠিক মারার পরেই খেয়াল হলো!