Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬:  পঞ্চগড়ের ৩ টি উপজেলার বিলুপ্ত ছিটমহলযুক্ত ৮ টি ও একটি ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে মোট ৮ টির ফলাফল ঘোষণা করা হয়েছে।

অপরদিকে হাড়িভাসা ইউনিয়নের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় থমকে গেছে ওই ইউনিয়নের ফলাফল ঘোষণা।

ঘোষণা হওয়া ৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৬ টিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলা রিটার্নিং অফিসার মো. আব্দুল হান্নান, দেবীগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার সুমিয়ারা পারভীন ও বোদা উপজেলা রিটার্নিং অফিসার বিজয় চন্দ্র বর্মন এই ফলাফল ঘোষনা করেন।

ফলাফলে, পঞ্চগড় সদর উপজেলায় বিলুপ্ত ছিটমহলযুক্ত হাফিজাবাদ ইউনিয়নে নির্বাচিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম মুছা কলিমুল্লাহ নৌকা প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৫৮৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দি জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইসমাইল হোসেন লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৪৫৭ ভোট।

সদর উপর উপজেলার অপর ইউনিয়ন হাড়িভাসার ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হওয়ায় এখনও ফলাফল ঘোষণা করা হয়নি।

বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নে শুধুমাত্র চেয়ারম্যান পদে উপ নির্বাচনে নির্বাচিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মশিউর রহমান মানিক নৌকা প্রতিকে পেয়েছেন ৪ হাজার ১৬০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি মনোনীত প্রার্থী আবু বক্কর সিদ্দিক ধানের শীষ প্রতিকে পেয়েছেন ২ হাজার ৬৩৮ ভোট।

ময়দানদিঘী ইউনিয়ন পরিষদে নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল জব্বার নৌকা প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৬২০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত হাবিব আল আমিন ধানের শীষ প্রতিকে পেয়েছেন৬ হাজার ৩৩ ভোট।

মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে নির্বাচিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু আনসার মো. রেজাউল করিম শামীম নৌকা প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৩৭৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রহুল আমিন প্রধান আনারস প্রতিকে পেয়েছেন ২ হাজার ৫৩৯ভোট ।

বড়শশী ইউনিয়ন পরিষদে নির্বাচিত বিএনপি মনোনীত প্রার্থী মো. আফজাল হোসেন ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৫ হাজার ১১৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. ময়ুর রহমান নৌকা প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৪৬১ ভোট ।

কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন আলাল চশমা প্রতিকে পেয়েছেন ৫ হাজার ২৫৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মনিরুজ্জামান শ্যামল নৌকা পেয়েছেন ৪ হাজার ৪৯৭ ভোট।

দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়ন পরিষদে নির্বাচিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম রহমান সরকার নৌকা প্রতিকে পেয়েছেন ৬ হাজার ৭২৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু তাহের-আনারস প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৮৪১ভোট।

চিলাহাটি ইউনিয়ন পরিষদে নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামাল মোস্তাহারুল হাসান নয়ন নৌকা প্রতিকে পেয়েছেন ৯ হাজার ১৭৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সহিদুল আলম ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৬ হাজার ৮৮৪ভোট।