খোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬:
ভারতের জম্মু ও কাশ্মির সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে দুই শিশু ও তিন নারীসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার জম্মুর সীমান্তবর্তী গ্রাম রামগড়ে এ ঘটনা ঘটে।
নিহত শিশুদ্বয়ের নাম রেশাব ও অভি। শিশুদের বয়স পাঁচ বছর। এসময় আরও আটজন আহত হয়।
ভারতীয় পুলিশ সূত্র জানায়, পাকিস্তানি সেনা বাহিনী নির্বিবাদে রামগড়ের সাধারণ নাগরিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর গুলি চালায়।
ভারতের দাবিমতে, পাকিস্তানের দিক থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর ৬০ বারেরও বেশি অস্ত্রবিরতি ভঙ্গ করা হয়েছে। এতে এখন পর্যন্ত মোট ১৫ জন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়।
এঘটনা দুই দেশের মধ্যে চলমান অস্থিরতা আরো উত্তপ্ত করবে বলেই নিরাপত্তা বিশেষজ্ঞরা ধারণা করছেন।