Mon. Oct 20th, 2025
Advertisements
sebl-photoখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ : সাউথইস্ট ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় গত ২ নভেম্বর, ২০১৬ তারিখে ভালুকা, ময়মনসিংহে অবস্থিত “ভালুকা মডেল থানা”-কে একটি ডাবল কেবিন পিক আপ ভ্যান অনুদান হিসেবে প্রদান করেছে ।

সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, এস.এম.মঈনুদ্দীন চৌধুরী বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম এর নিকট পিক আপ ভ্যানের চাবি হস্তান্তর করেন এবং এ সময় ময়মনসিংহ ১০ আসনের মাননীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা এবং ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মামুন-অর-রশিদ উপস্থিত ছিলেন। সাউথইস্ট ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে অনুদানের এই ক্ষুদ্র প্রচেষ্টা বাংলাদেশ পুলিশের দৈনন্দিন কার্যμম-কে আরো ত্বরানি¡ত করবে এবং ভালুকা মডেল থানা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।