Sat. Oct 25th, 2025
Advertisements

53খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ :

মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বালিগাও বাজার থেকে ২১পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মুন্সিগঞ্জ ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ মোমিন ডিবি মুন্সিগঞ্জ সঙ্গীয় এ এস আই সাচ্চু মিয়া ও ফোর্স সহ ইং ০২ নভেম্বর ২০১৬ গভীর রাতে অভিযান চালিয়ে টঙ্গীবাড়ী থানাধীন বালীগাঁও বাজারস্থ এশিয়া ব্যাংকের পিছন আবুলের হোেেটলর সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলো বালিগাও গ্রামের মৃত স্বপন শেখের ছেলে সোহান ইসলাম ওরফে খোকন (২৭)। তার দেহ তল্লাশি চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এই বিষয়ে টঙ্গীবাড়ী থানার মামলা হয়েছে মামলা নং ৩ তাং ০২-১১-১৬, ধারা ১৯৯০ সনের মাদকদ্র্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৯ (ক) রুজু হইয়াছে।