Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

65খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ :
ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনা পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

রাজধানী মগবাজারে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
কাজী রিয়াজুল হক বলেন, নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা এবং ভাংচুর পূর্বপরিকল্পিত। স্থানীয় প্রশাসন ও পুলিশের ব্যর্থতা এবং অদক্ষতার কারণে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে। তারা এ দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি।
কমিশনের চেয়ারম্যান বলেন, হামলাকারীরা পূর্বপরিকল্পনামতো এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তারা অতীতেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
প্রসঙ্গত, ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। পাশের জেলা হবিগঞ্জের মাধবপুরেও দুটি মন্দিরে হামলা হয়।