Mon. Oct 20th, 2025
Advertisements

99খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ :
লিবিয়ার উপকূলে দু’টি নৌকা ডুবে অন্তত ২৩৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে, যাদের বেশির ভাগই পশ্চিম আফ্রিকার অধিবাসী বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থার এক মুখপাত্র বৃহস্পতিবার এ তথ্য জানান বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজনের বরাত দিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র ফ্ল্যাভিও ডি গিয়াকোমো বলেন, ২০ জন নারী ও ছয় শিশুসহ অভিবাসনপ্রত্যাশীদের একটি দল বুধবার রাত ৩টার দিকে লিবিয়ার উকূল থেকে রাবারের ডিঙ্গিতে করে রওয়ানা হয়। তবে কয়েক ঘণ্টা পরেই তাদের নৌকাটি ডুবে যায়।
তিনি জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নৌকার বেশিরভাগ যাত্রী ডুবে যায়। সেখান থেকে তিন শিশুসহ ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। বেঁচে যান ২৭ জন।
ফ্ল্যাভিও আরও জানান, প্রায় একই সময়ে আরেকটি নৌকাডুবিতে বেঁচে যাওয়া দুই নারী জানিয়েছেন, তাদের রাবারের ডিঙ্গিতে প্রায় ১৩০ জন যাত্রী ছিল।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, সর্বশেষ দুটি ঘটনাসহ এ বছর ভূমধ্যসাগরে প্রাণ হারনো অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২২০ জনে, যা গত বছর ছিল ৩ হাজার ৭৭৭ জন।