Tue. Oct 21st, 2025
Advertisements

3kখোলা বাজার২৪, সোমবার, ৭ নভেম্বর ২০১৬:  দেনার দায়ে তরঙ্গ বন্ধ করে দেয়ার ১৭ দিন পর দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের সংযোগ ফিরিয়ে দেয়া হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাজাহান মাহমুদ রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বলেন, সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়া হয়েছে। গ্রাহকরা কিছুক্ষণের মধ্যে কথা বলা শুরু করতে পারবেন।”
বিকালে বিটিআরসি কার্যালয়ে এক বিশেষ সভার পর এ সংস্থার পরিচালক ইয়াকুব আলী ভূইয়ার নেতৃত্বে চার সদস্েযর একটি প্রতিনিধি দল সন্ধ্যায় ঢাকার মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে এসে তরঙ্গ ফিরিয়ে দেওয়ার এই প্রক্রিয়া শেষ করে।
সিটিসেল কার্যালয় থেকে বেরিয়ে ইয়াকুব আলী বলেন, “আদালতের নির্দেশনা অনুসারে আমরা তরঙ্গ খুলে দিয়েছি। আমরা পরীক্ষা করে দেখেছি, সিটিসেল থেকে সিটিসেরে কল যাচ্ছে। তারা এখন আগের মতই কার্যক্রম চালিয়ে যেতে পারবে।”
বকেয়া টাকা শোধ না করায় গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ স্থগিত করা হয়। এরপর সিটিসেল কার্যক্রমে ফেরার আবেদন নিয়ে আপিল বিভাগে গেলে গত বৃহস্পতিবার অবিলম্বে তাদের তরঙ্গ খুলে দেওয়ার নির্দেশ আসে সর্বোচ্চ আদালত থেকে।
আপিল বিভাগের আদেশে বলা হয়, আগামী ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেল বকেয়ার ১০০ কোটি টাকা পরিশোধ না করলে আবারও তরঙ্গ বন্ধ করে দিতে পারবে বিটিআরসি।