Sun. Mar 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13kখোলা বাজার২৪, সোমবার, ৭ নভেম্বর ২০১৬:  ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ৪০ শতাংশ আসন সংশ্লিষ্ট এলাকার শিক্ষার্থীদের জন্য সংরক্ষণের বিধান রেখে এবারও ভর্তি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, অবশ্যই প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি করতে হবে।
রোববার শিক্ষা সচিব মো. সোহবার হোসাইন স্বাক্ষরিত জারি করা নীতিমালায় বলা হয়েছে, ঢাকা মহানগরীর বিদ্যালয়গুলোর ‘ক্যাচমেন্ট’ এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে। বাকি ৬০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) ঢাকা মহানগরীর সব সরকারি বিদ্যালয়ের আওতাধীন ‘ক্যাচমেন্ট’ এলাকা নির্ধারণ করে সংশ্লিষ্টদের অবহিত করতে বলা হয়েছে।
বরাবরের মতো এবারও মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা বরাদ্দ থাকছে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং পুত্র-কন্যা পাওয়া না গেলে পুত্র-কন্যার সন্তানদের ভর্তির জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে।
নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য অবশ্যই লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ছাড়াও অপেক্ষমাণ তালিকা প্রকাশ করতে হবে। নির্বাচিত শিক্ষার্থী নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা করতে হবে।
আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শূন্য আসনে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে। নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি হবে জেএসসি-জেডিসির ফলের ভিত্তিতে।
ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মোট আসনের ১০ শতাংশ কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। নীতিমালায় বলা হয়েছে, ভর্তির আবেদনের জন্য সর্বে্চ্চা ১৫০ টাকা গ্রহণ করা যাবে। আর সেশন চার্জসহ ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আদায় করতে হবে।