Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬:  করদাতাদের রিটার্ন জমা দেয়ার সুবিধার্থে সার্কেল অফিসগুলো আজ মঙ্গলবার থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। টানা ৩০ নভেম্বর পর্যন্ত তা অব্যাহত থাকবে।

সাপ্তাহিক ছুটির দিনেও এই সময়ে সার্কেল অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবি আর)। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ’ মুমেন এ তথ্য জানান।

এনবি আর সূত্র জানায়, এবার রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানো হবে না। করদাতাদের ৩০ নভেম্বরের মধ্যেই রিটার্ন জমা দিতে হবে। না হলে তিন ধরনের জরিমানার সম্মুখীন হতে হবে।

শেষ দিকে রিটার্ন জমায় চাপ বৃদ্ধির আশংকা রয়েছে। এমনিতে প্রতিবার শেষ মুহূর্তে করদাতাদের রিটার্ন জমা দেয়ার চাপ থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না।

চাপ সামলাতে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত রিটার্ন জমা নিতে সার্কেল অফিসগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনেও রিটার্ন জমা নেয়া হবে।

এছাড়া ২৪ নভেম্বর থেকে মেলার আবহে করদাতাদের সার্কেল অফিসে রিটার্ন জমা দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

সৈয়দ এ’ মুমেন বলেন, করদাতাদের সুবিধার্থে এনবি আর তৎপর। তাই রিটার্ন জমার সুবিধার্থে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সার্কেল অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে সার্কেল অফিসগুলোকে সিদ্ধান্ত কার্যকর করতে জানিয়ে দেয়া হয়েছে।