Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

62মিয়ানমারে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর চলমান ‘নারকীয় হত্যাযজ্ঞ’ বন্ধে জাতিসংঘকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আ্যডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। তিনি বলেন, ‘মিয়ানমারে আজ বিশ্ব মানবতা ভূলুণ্ঠিত। চরমভাবে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারের নির্দেশে ও মদদে ঘটছে এই নারকীয় হত্যাকাণ্ড। মিয়ানমারে নির্বিচারে হত্যা, ধর্ষণ বিশ্ববিবেককে নাড়া দেওয়ার কথা, অথচ জোরালো প্রতিবাদ বা সহযোগিতা নেই। আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থাকে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। এই নারকীয় হত্যাযজ্ঞ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’
লিখিত বক্তব্যে আরো বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিয়ানমারের মুসলমানদের ওপর এই অমানবিক নির্যাতন, হত্যা, ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে মিয়ানমার সরকারের প্রতি এই নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানাচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন উপস্থিত ছিলেন।