Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
15178224_349568545399873_1754376713996031071_nখোলা বাজার২৪, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬: অবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্বিচারে গনহত্যা, বাড়ী-ঘরে অগ্নিসংযোগ ও পাশবিক নির্যাতন-নিপীড়ন বন্ধ এবং বাংলাদেশ সরকারকে অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার দাবী জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, কথিত নোবেল বিজয়ী অং সাং সুচির সরকার আর্ন্তজাতিক রীতিনীতি উপেক্ষা করে মিয়ানমারে মুসলিম নিধনের লক্ষ্যে দেশটির সেনাবাহীনি ও বৌদ্ধ ভিক্ষুরা গনহত্যা অব্যাহত রেখেছে। রোহিঙ্গা মুসলিম জনগোষ্টিকে চরম ভাবে নির্যাতন নিপীড়ন ইতিহাসের ভয়াবহ জঘন্য রূপ নিয়েছে। তাদের হত্যা খুন ও পাশবিক নির্যাতন মানবতাবিরোধী অপরাধের সীমালংঘন করেছে। কিন্তু আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘ ও ওআইসি কোন জোরাল পদক্ষেপ নিচ্ছেনা। তাই দ্রুততম সময়ে আর্ন্তজাতিক মানবতাকামী সম্প্রদায় ও জাতিসংঘকে রোহিঙ্গাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তার জন্য হস্তক্ষেপ নেয়া জরুরী।

তিনি বলেন, বৌদ্ধ সম্প্রদায় মুখে অহিংসার কথা বললেও তারা মিয়ানমারে প্রমান করেছে তারা শান্তির বানীকে মুখোশ হিসাবে 31722_116ব্যবহার করেছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যুগ যুগ ধরে হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান চাকমা মারমা জাতি-ধর্ম নির্বিশেষে শান্তিপূর্ন ভাবে ধর্ম পালন করছে। মুসলমানদের ওপর বিশ^ব্যাপী নির্যাতন নিপীড়ন ক্রমশ বেড়েই চলছে। তাই বিশে^র মুসলিম সংখ্যাগরিষ্ট রাষ্ট্র সমুহের স্বার্থ সুরক্ষায় নতুন চিন্তার সময় এসেছে। কেননা কথিত জাতিসংঘের মুসলিম নির্যাতন নিপীড়নের ক্ষেত্রে উদাসীনতা ও নিরবতা রহস্যজনক। তাই বিশে^র মুসলমানদের স্বার্থ ও নিরাপত্তার জন্য মুসলিম জাতিসংঘ গঠনের উদ্যোগ নিতে হবে। তিনি বাংলাদেশের সরকার ও জনগনকে রোহিঙ্গাদেও ওপর নির্যাতন বন্ধে প্রতিবাদ ও বন্ধের দাবী জোরদার করার আহবান জানান।

তিনি (আজ) বুধবার বেলা ১২ টায় তোপখানা রোডে মিয়ানমারে মুসলিম গনহত্যা বন্ধের দাবীতে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত মানববন্ধন কর্মসুচীতে প্রধান অতিথির বক্তাব্যে একথা বলেন।
ঢাকা মহানগর লেবার পার্টিও সভাপতি শামসুদ্দিন পারভেজের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান অ্যাডঃ ফারুক রহমান, এমদাদুল হক চৌধুরী, যুগ্ম-মহাসচিব মাহমুদ খান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অ্যাডভোকেট আজমল হোসেন, প্রচার samilz7-1431673140-2b2987a_xlarge-jpgসম্পাদক আবদুর রহমান খোকন, যুবসম্পাদক হুমাউন কবীর, মহানগর সহ সভাপতি মোঃ নাসির উদ্দিন হাওলাদার, ছাত্রমিশন সভাপতি কামরুজ্জামান সুরুজ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।