Tue. Oct 21st, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬:  ঝিনাইদহের কালীগঞ্জের বাবুবাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আলম হোসেন (২৭) নামের এক মাটি কাটা শ্রমিক নিহত ও ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল ৭ টার দিকে। নিহত আলম একই উপজেলার খানজেপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক আব্দুল গফ্ফার জানান, জেলার কালীগঞ্জ উপজেলার খানজেপুর গ্রাম থেকে ট্রলিতে করে মাটি কাটা শ্রমিকরা কোলাবাজার যাচ্ছিল মাটি কাটার কাজ করার উদ্দেশ্যে।পথিমধ্যে বাবুবাড়ি নামক স্থানে পৌছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে চালক সহ ৪ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলম হোসেনকে মৃত বলে ঘোষনা করে।