Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9kখোলা বাজার২৪, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬:  শুক্র ও শনিবার দুদিন বন্ধের প্রতিবাদে ও পূর্বের সময়সূচী বহাল রাখার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছে।
মঙ্গলবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ কর্মসূচী পালন করেন। গত ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে জানানো হয় ২১ অক্টোবর তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী আসছে ডিসেম্বর থেকে শুক্র ও শনিবার দুইদিনের ছুটির আদেশ বাস্তবায়িত হবে। অফিস টাইমের পরিবর্তন করা হয়েছে সকাল ৮.৩০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত যা পূর্বে ছিল সকাল ৭.৩০ টা থেকে ২.০০ টা পর্যন্ত। সমিতির নেতারা বলেন পরিবর্তিত অফিস সময় বতিল করে পূর্বের অফিস সময় বহাল রাখার জন্য জোর দাবি জানান এবং দাবি মেনে না নিলে পরবর্তিতে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে প্রশাসনকে হুঁশিয়ারী দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিসার বাংলাপ্রেস ডটকম ডটবিডিকে বলেন, “সাপ্তাহিক দুইদিন ছুটি দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই পাবলিক বিশ্ববিদ্যালয়কে সাপ্তাহিক ও নৈশকালীন কোর্স চালু করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরিণত করার পায়তারা চালাচ্ছে। যা সাধারণ শিক্ষার্র্র্থীরা চরম সেশন জটের শিকার হবে। অফিসার সামিতির এ কর্মসূচীর দাবি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু বকর সিদ্দিক বলেন, অফিসারদের সাথে কথা বলে তাদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নতুন সময়ের পরিবর্তন না হওয়র সম্ভবনাই বেশি।