খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬: ময়মনসিংহের ত্রিশালে প্রখ্যাত সাহিত্যিক সাংবাদিক কলামিষ্ট, শিক্ষাবিদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহীত উল আলমের ৬৪তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ত্রিশাল প্রেস ক্লাবে হযরত আব্দুল কাদের জিলানী মাদ্রসার উদ্যেগে কোরআন খতম ও তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
বর্ণাঢ্য আয়োজনে নিজে কেক কেটে ৬৪ তম জন্ম বার্ষিকী উদযাপন করেন ভাইস চ্যান্সেলর মোহীত উল আলম, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সস্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার আমিনুল ইসলাম, উপজেলা দুর্নীতি কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, সাপ্তাহিক ত্রিশাল বার্তার পত্রিকার সস্পাদক শামীম আজাদ আনোয়ার, দৈনিক দিগন্ত বাংলা পত্রিকার সস্পাদক আ.ন.ম. ফারুক ত্রিশাল প্রেসক্লাবের সিঃ সহ সভাপতি রফিকুল ইসলাম শামীম, সিঃ সাংবাদিক নাজমুল হোদা, সহ-সাধারন সস্পাদক মোহাম্মদ সেলিম, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি জোবায়ের হোসেন, দৈনিক আলোকিত সময় প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, দপ্তর সস্পাদক মতিউর রহমান সেলিম, যমুনা টিভির ক্যামেরাম্যান দেলোয়ার হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সস্পাদক ফয়জুর রহমান ফরহাদ প্রমূখ ।