Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬: 24k
রেমিট্যান্স আহরণে পুরনোদের সাথে পেরে উঠছে না নতুন ব্যাংকগুলো। গেল নভেম্বরে ৯টি নতুন ব্যাংকের মাধ্যমে মোট রেমিট্যান্স এসেছে মাত্র ৩৯ লাখ মার্কিন ডলার। ব্যাংকাররা বলছেন, হুন্ডি, প্রয়োজনীয় শাখা প্রসারে ব্যর্থতা ও পুরনো ব্যাংকগুলোর বিস্তৃত নেটওয়ার্কের সাথে প্রতিযোগিতায় টিকতে পারছে না। আর কেন্দ্রীয় ব্যাংক বলছে, মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে হুন্ডির যে অভিযোগ রয়েছে, তা বন্ধে ইতোমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে। আর তাগাদা দেয়া হয়েছে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে।
নতুন ব্যাংকগুলোর পথ চলার বয়স প্রায় তিন বছর। তবে এখনো পর্যন্ত এসব ব্যাংকের কার্যক্রম ঋণ বিতরণেই সীমাবদ্ধ। সরকার যে লক্ষ্যে ব্যাংকিং লাইসেন্স দিয়েছিল, বলা যায় সক্ষমতার অভাবে অধিকাংশ ব্যাংকই তা পালন করতে পারছে না। সবগুলো নতুন ব্যাংক মিলে গেল নভেম্বরে দেশে রেমিট্যান্স এনেছে মাত্র ৩৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার যেখানে বাকী ৪৭ ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৫ কোটি মার্কিন ডলারেরও বেশি। পুরনো ব্যাংকের অভিজ্ঞতা সম্পন্ন নতুন ব্যাংকের একজন ব্যবস্থাপনা পরিচালক জানালেন নানান প্রতিকূলতার কথা।
রেমিট্যান্স প্রবাহে অবশ্য পুরনো অনেক ব্যাংকও পিছিয়ে পড়ছে। এজন্য মোবাইল ব্যাংকিংয়ের অন্তরালে রমরমা হুন্ডি ব্যবসা পরিচালনারও অভিযোগ উঠেছে। প্রায় একই অভিযোগ বাংলাদেশ ব্যাংকেরও। তাই হুন্ডি বন্ধে ইতোমধ্যেই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি নতুন ব্যাংকগুলোকেও তাগিদ দেয়া হয়েছে পরিপূর্ণ ব্যাংকিংয়ের।
শুধু নির্দেশনা নয়, হুন্ডি বন্ধে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভংকর সাহা।
চ্যানেল টোয়েন্টিফোর