খোলা বাজার২৪, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭: কুষ্টিয়ার মিরপুর উপজেলার পল্লী চিকিৎসক লুৎফর রহমান সাবুকে (৪৬) দুর্বৃত্তরা গুলি ও কুপিয়ে হত্যা করেছে। তিনি উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামের মৃত শেখ আব্দুল আজিজের ছেলে। বুধবার দুুপুরে উপজেলার আমবাড়ীয়া গোরস্থানের নিকট কতিপয় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা জাসদ নেতা আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে অগ্নিসংযোগ করে। এ ব্যাপারে ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের ক্লু উৎঘাটনের চেষ্টা চলছে। ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, নিহত লুৎফর রহমান সাবু উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক থাকাকালীন সর্বশেষ ইউপি নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জাসদ সমর্থিত ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের কাছে পরাজিত হন। পরে তিনি আওয়ামীলীগে যোগদান করেন।