Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ : 50হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি ওজনের ১২টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। সোমবার সকালে দুবাই থেকে আগত রাসেল খান (৩২) নামে এক যাত্রীর পেট থেকে অভিনব কৌশলে আনা এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে। শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, ওই যাত্রী বিজি-০৪৮ ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার পথে সে ডোমেস্টিক যাত্রী হিসেবে বিমানে উঠে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, টাকার বিনিময়ে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে রাসেল খান আকাশে এই স্বর্ণ পায়ুপথে প্রবেশ করায়। বিমানে উঠার পর ১১-বি নম্বর সিট থেকে সে স্বর্ণগুলো সংগ্রহ করে। দুবাই থেকে আগত কোনো যাত্রী এসব স্বর্ণ সিটে রেখে যায় বলে জানিয়েছে রাসেল।

ড. মইনুল জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী তাকে শনাক্ত করে বিমানবন্দর কাস্টমস হলে আনা হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসার পর সে স্বর্ণ থাকার কথা স্বীকার করে। যাত্রীকে আর্চওয়ে দিয়ে হাটিয়ে স্বর্ণ থাকার বিষয়টি নিশ্চিত হয় শুল্ক গোয়েন্দারা। এছাড়া মেটাল ডিটেক্টরেও পেটে স্বর্ণের সিগনাল পাওয়া যায়।
পরে টয়লেটে গিয়ে সে ১২টি স্বর্ণের বার বের করে আনে। এসব বার দুটি করে মোট ছয়টি ছোটপোটলায় পায়ুপথে লুকানো ছিল। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ৩৯০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৬৫ লাখ টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করে রাসেলকে গ্রেফতার দেখানো হয়েছে।