Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখােলা বাজার২৪।। সোমবার, ১০ এপ্রিল ২০১৭: সাভারে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক হিন্দু ধর্মাবলম্বী তরুণী। আজ সকাল থেকে বিরুলিয়া ইউনিয়নের বাগ্নিবাড়ি এলাকায় প্রেমিক ইউনুছ মিয়ার (২২) বাড়িতে ওই তরুণী অবস্থান নেয়।

এলাকাবাসী জানায়, গত কয়েক মাস আগে বিরুলিয়ার বাগ্নিবাড়ি এলাকার সিদ্দিক মিয়ার বখাটে ছেলে ইউনুছ মিয়ার সাথে জামালপুর জেলার ঐশি নামের এক হিন্দু ধর্মাবলম্বী তরুণীর ফেসবুকে প্রেমের সর্ম্পক ও একাধিক বার দেখা সাক্ষাত হয়। গতকাল ওই তরুণী প্রেমিকা ইউনুছ মিয়ার বাড়িতে এসে বিয়ের জন্য যুবককে চাপ দিলে বখাটে যুবক বিয়ের প্রস্তাব নাচক করে দেয়। তরুণী আজ সকাল থেকে না খেয়ে প্রেমিকের বাড়ির উঠানে অবস্থান নেয় এবং বিয়ে না হওয়া পর্যন্ত ওই তরুণী প্রেমিকের বাড়িতে অবস্থান করবেন বলে জানায়।

উৎসুক এলাকাবসী তরুণীকে দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমায়। এদিকে ওই তরুণী প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ায় তরুনী ৪,৫,৬ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য সেলিনা হাতে শারীরিক ভাবে লাঞ্ছিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে ইউপি সদস্য সেলিনা ওই বখাটে যুবকের পক্ষ নিয়ে বলেন প্রেম করলে বিয়ে করার নিয়ম আছে কি, প্রেম ছেলেরা করতেই পারে। ওই তরুণী তার বাড়ি জামালপুরে না গেলে পুলিশের হাতে দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে নাম প্রকাশ্যে ওই এলাকার আওয়ামী লীগের এক নেতা বলেছেন বখাটে ওই যুবক এর আগেও কয়েক জন তরুণীর সাথে একই ঘটনা ঘটিয়েছে। এবিষয়ে কেউ মুখ খুললে তাদের মারপিট করেন বলেও জানা যায়। এবিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই তারিকুল ইসলাম বলেন, ওই তরুণীর বাবা মাকে আমরা ছেলের বাসায় আসতে বলেছি।