খােলা বাজার২৪।। রবিবার, ২৩ এপ্রিল ২০১৭: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা এলাকায় গিয়াস উদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে তুচ্ছ ঘটনার জের ধরে উপজেলার জাহাজমারা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিনের বাড়ি একই ইউনিয়নের নতুন সুখচর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশী সৌরভ মিয়ার বাড়ির রাস্তায় পানি জমে থাকায় চলাচলে অসুবিধা হচ্ছিল গিয়াসের। এজন্য গিয়াস রাস্তা কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে সৌরভ ক্ষিপ্ত হয়ে গিয়াসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সৌরভ ও তার পরিবারের লোকজন গিয়াসকে পিটিয়ে আহত করেন। এ অবস্থায় গিয়াসকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।