খােলা বাজার২৪।।সোমবার, ২ অক্টোবর ২০১৭: মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে হত্যা-নির্যাতনের থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা কক্সবাজারের টেকনাফ, উখিয়া কুতুপালং সহ বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের ত্রান বিতরন করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বে গতকাল ত্রান টিম কক্সবাজারের টেকনাফ, উখিয়া কুতুপালং সহ বিভিন্ন জায়গায় পৌছায়।
এসময় তারা চাল, ডাল, শুকনো খাবার, জ্বর ও ঠান্ডার ওষুধ, শিশুদের জন্য জ্বর ও ঠান্ডার সিরাপ, মোমবাতি, ছাউনির জন্য পলিথিন সহ বিভিন্ন আসবাবপত্র ও নগত পাঁচ লক্ষ টাকা বিতরণ করেন রোহিঙ্গা অসহায় মুসলমানদের মাঝে।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বে ত্রান কার্যক্রমে অংশগ্রহন করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ জাকির হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় আহবায়ক সহ. অধ্যাপক আলমগীর হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা দেলোয়র হোসেন, যুগ্ন মহাসচিব অধ্যক্ষ আব্দুর রহমান, দপ্তর সম্পাদক সহ-অধ্যাপক আব্দুল হাকিম শিক্ষক কর্মচারী ঐক্যজোট পিরোজপুর জেলার যুগ্ন সাধারন সম্পাদক মোঃ নাসির হোসেন প্রমুখ।
ত্রান বিতরন শেষে উপস্থিত সংবাদ কর্মীদের সাথে আলাপকালে প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় আহবায়ক সহ. অধ্যাপক আলমগীর হোসেন বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে জাতীয় ঐক্য জরুরী। ‘মিয়ানমার সরকার গণহত্যা, খুন, ধর্ষণের মতো অমানবিক নিপীড়ন চালিয়ে প্রায় সাড়ে চার লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। রোহিঙ্গা শুধু মুসলমান নয়। তারাও মানুষ। শুধু ধর্মীয় কারনে নয় মানবতার প্রশ্নেই বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। এ সমস্যা মিয়ানমারের, তারাই সমস্যা সৃষ্টি করেছে, তাদেরই এই মানবিক সংকটের সমাধান করতে হবে।