Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

download (1)খােলা বাজার২৪।।শনিবার, ০৭ অক্টোবর, ২০১৭: প্রধান বিচারপতি এস কে সিনহার এক মাস ছুটিতে যাওয়ার সংবাদ, সরকারের আইনমন্ত্রী কর্তৃক প্রদর্শিত ছুটির দরখাস্তের স্বাক্ষরকে ‘অস্বাভাবিক, সন্দেহজনক ও অভূতপূর্ব’ হিসাবে আখ্যায়িত করে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, তিনি স্বেচ্ছায় ছুটিতে যাচ্ছেন, নাকি তাকে ছুটিতে যেতে বাধ্য করা হচ্ছে- দেশবাসীর কাছে তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে হবে।

তারা বলেন, এটা ব্যক্তি এস কে সিনহার বিরুদ্ধে পদক্ষেপ নয়, এটা হচ্ছে বাংলদেশের সর্বোচ্চ আদালতের প্রতি অবৈধ সরকারের নগ্ন হস্তক্ষেপের শামিল। তাই অবিলম্বে প্রকৃত তথ্য জাতির সামনে উপস্থাপন করা না হলে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করা সম্ভব হবে নয়।গণতন্ত্র ও বিচাবিভাগের স্বার্থে এ ব্যাপারে প্রকৃত তথ্য প্রকাশে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

তারা বলেন, অবস্থাদৃষ্টে প্রতিয়মান হচ্ছে প্রধান বিচারপতিকে বল প্রয়োগ করে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে, যা বিচার ব্যবস্থায় কুঠারাঘাতের সামিল। এটা দেশকে আরো গভীর সংকটে নিপতিত করবে।নেতৃদ্বয় আরো বলেন, এই ধরনের তৎপরতা আখেরে সরকারের জন্যেও বুমেরাং হতে পারে।