Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৮অক্টোবর, ২০১৭: আট দেশের নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে যাবার ক্ষেত্রে যে ভ্রমণ-নিষেধাজ্ঞা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আদালতের আদেশে তা স্থগিত হয়ে গেছে।

গত মাসে ঘোষণা দেয়া এই নিষেধাজ্ঞার আওতায় ছিল ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, চাদ— এই ছয়টি মুসলিম দেশের নাগরিকেরা।

এছাড়া, দক্ষিণ কোরিয়া এবং ভেনেজুয়ালাও ছিল এই নিষেধাজ্ঞার আওতায়।

কিন্তু আদালতের নির্দেশে ট্রাম্পের ওই ঘোষণা আপাতত বাতিল হয়ে গেছে, যেটি এই সপ্তাহেই কার্যকর হবার কথা ছিল।

কিন্তু তার আগেই ডেরিক ওয়াটসন নামের এক বিচারপতি হাওয়াই অঙ্গরাজ্যে মি. ট্রাম্পের ওই আদেশকে নিষিদ্ধ ঘোষণা করেন।
ছবির কপিরাইট AFP
Image caption মুসলিমপ্রধান সাত দেশের নাগরিকদের প্রবেশে প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞার পর আমেরিকাজুড়ে বিক্ষোভ দেখা গিয়েছিলো

এই আদেশ জারি করার সময় এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমিগ্রেশান ল বা অভিবাসী আইনের আওতায় প্রেসিডেন্ট এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।

এই আদেশে বিচারক ওয়াটসন আরো বলেন, ১৫০ মিলিয়ন জাতীয়তার মধ্যে কেবল এই ছয়টি নির্দিষ্ট দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর হবে বলে যে কথা বলা হয়েছে তার পক্ষে যথেষ্ট প্রমাণাদি নেই।

নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী একধরণের আলোচনা- পর্যালোচনার উপর ভিত্তি করে গত সেপ্টেম্বরে হোয়াইট হাউজ সর্বশেষ এই ভ্রমণ-নিষেধাজ্ঞাটি আরোপ করেছিল।
image-id-661510
রোহিঙ্গাদের হত্যা করছে মিয়ানমার সেনাবাহিনী: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
image-id-661501
পাকিস্তানে পুলিশ ভ্যানে বিস্ফোরণ, নিহত ৭
image-id-661385
যুক্তরাষ্ট্রে আবারো আটকে গেলো ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত
image-id-661373
মিয়ানমারের রাখাইনে গভীর সমুদ্রবন্দরের ৭০ শতাংশ নিচ্ছে চীন