খােলা বাজার২৪। শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান গত ৩১ অক্টোবর সন্ত্রাসী হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে ৮জন নিরীহ নাগরিক নিহত ও ১৩ জন নাগরিক আহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের সন্ত্রাসী হামলার সঙ্গে ইসলাম ও মুসলমানদের কোনো সম্পর্ক নেই। ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই।
শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এম. আলম এসব কতঅ জানান।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিউইয়ার্কের এ হামলাসহ বিশ্বের যে কোন দেশে সন্ত্রাসী হামলার নিন্দা জানায়। জামায়াতের অবস্থান সব সময়ই সন্ত্রাসের বিপক্ষে। আমরা আশা করি মার্কিন যুক্তরাষ্ট্র সরকার নিউইয়ার্কে সন্ত্রাসী হামলায় জড়িত যুবককে আইন মোতাবেক বিচার করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কাঁধেকাঁধ মিলিয়ে জাতীয়ভাবে ও দলীয়ভাবে রুখে দাঁড়াবে এবং মোকাবিলা করবে।
তিনি নিউইয়ার্কে সন্ত্রাসী হামলায় যারা নিহত হয়েছেন তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।