খােলা বাজার২৪। শুক্রবার, ০১ ডিসেম্বর , ২০১৭: আগামীকাল যথাযোগ্য মর্যাদায় ঈদ-এ-মিলাদুননবী (সা.) পালনের আহ্বান জানিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেছেন, মহানবী (সা.) ছিলেন বিশ্ব্মানবের জন্য মুক্তির পথ ও পাথেয়।মহানবী (সা.)এর জীবন দর্শন অনুস্মরণের মাধ্যমে মুসলিম সমাজ একটি আদর্শ শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে সক্ষম হবে।
আমাদের প্রিয় নবীর শুভাগমন জগদ্বাসীর প্রতি আল্লাহর বিশেষ রহমত, তাঁর পদাঙ্ক অনুসরণে বিভ্রান্ত মানবজাতি আলোর পথের সন্ধান পেয়েছেন, গোমরাহীর অতলগহ্বরে নিমজ্জিত দিকভ্রম বনি আদম তাঁরই অসিলায় আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে মর্যাদাপ্রাপ্ত। নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, মানব গোষ্ঠীকে তিনি চিরকল্যাণকর আদর্শের পথে আহ্বান করেছেন এবং সম্মান ও মর্যাদার উচ্চাসনে তাদের প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং তাঁর আবির্ভাব উম্মতের জন্য কত বড় রহমত ও সর্বশ্রেষ্ঠ নিয়ামত, তা বলার অপেক্ষা রাখে না।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উদ্যাপন করে মহান রবের নিয়ামত প্রিয় নবীকে স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করার মধ্যেই রয়েছে দুনিয়া ও আখিরাতের মুক্তির পথ ও পাথেয়।