খােলা বাজার২৪। শুক্রবার, ০১ ডিসেম্বর , ২০১৭:বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, হরতালের আগেই সিপিবি অফিসে হানা দিয়েছে পুলিশ। সারাদেশে হামলা-নির্যাতন, গ্রেফতার হয়েছে। পুলিশ ‘সনিক ক্যানন’ (শব্দ কামান) ব্যবহার করেছে। কিন্তু হামলা-নির্যাতন করে আন্দোলন থামানো যাবে না। হরতাল করেই বামপন্থিরা থেমে থাকবে না।
শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্যে সেলিম এসব কথা বলেন।
সেলিম বলেন- বামপন্থিরা হরতাল, আন্দোলন করছে জনগণের স্বার্থে। আমাদের আন্দোলন বুর্জোয়া দলগুলোর ক্ষমতার কামড়াকামড়ির জন্য নয়। বিএনপি বলছে, বিদ্যুতের দাম বাড়ানো ঠিক হয়নি। কিন্তু ক্ষমতায় থাকতে তারাও দাম বাড়িয়েছে। আবার আওয়ামী লীগও বিরোধী দলে থাকলে কখনও কখনও দাম বাড়ানোর বিরোধিতা করে। ক্ষমতার বাইরে থাকলে আওয়ামী লীগ, বিএনপি বুর্জোয়া দলগুলো ক্ষমতার সংকীর্ণ স্বার্থে জনগণকে বিভ্রান্ত করতে কখনও কখনও জনগণের পক্ষে কথা বলে। আসলে তাদের অবস্থান জনগণের স্বার্থের বিপক্ষে। জনগণের স্বার্থে আওয়ামী লীগ, বিএনপিকে চিরতরে বিরোধী দলে পরিণত করতে হবে। বামপন্থিদের ক্ষমতায় বসাতে হবে।
সাইফুল বলেন, সরকারের পেটোয়া পুলিশ বাহিনী ফ্যাসিবাদী কায়দায় সিপিবি’র কেন্দ্রীয় অফিসে, সারাদেশে নেতা-কর্মীদের ওপর ঝাপিয়ে পড়েছে। ক্ষমতার মোহে অন্ধ সরকার জনগণের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু ইতিহাসের শিক্ষা নির্যাতন চালিয়ে, জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। আন্দোলনের মাধ্যমেই সরকারকে যথাযথ জবাব দেওয়া হবে। সমাবেশ থেকে বিদ্যুৎ ও চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে আগামী ১২ ডিসেম্বর ঢাকায় সচিবালয়ের সামনে এবং সারাদেশে ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরনো পল্টনে এসে শেষ হয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক, রাজেকুজ্জামান রতন এবং মোশারফ হোসেন নান্নু। সমাবেশ পরিচালনা আকবর আলী খান।