Thu. Oct 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭:  ব্রিটিশ-ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের নায়ক মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৩৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ মাওলানা ভাসানীর মাজারে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলাউদ্দিনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো: ইকবাল মাহমুদ, লাইফ সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা: তৌহিদুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। হাজী শারাফত আলী ও বেগম শারফত আলী পরিবারের সবার ছোট ছিলেন মাওলানা ভাসানী।