Thu. Oct 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার,, ১৯ ডিসেম্বর, ২০১৭:বাংলাদেশ অর্থনীতি সমিতির ২০তম দ্বিবার্ষিক সম্মেলন ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের মূল আলোচনার বিষয় ‘অর্থশাস্ত্র ও নৈতিকতা’।

মঙ্গলবার সকালে বাংলাদেশ অর্থনীতি সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবুল বারকাত। দেশের ফাইন্যান্স অরগানাইজেশনগুলোতে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে এসময় জানান তিনি।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক রেহমান সোবহান। ২৩শে ডিসেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে।

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সূত্র: ডিবিসি