Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭:  পাকিস্তান নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পেন্টাগনের বক্তব্যে উদ্বেগ জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব তাহমিনা জানজুয়া। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও ভারতের সঙ্গে একই আচরণ করা উচিত।

তিনি বলেন, ফিলিস্তিনের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আশ্চর্যের বিষয় হচ্ছে, ভারতও জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। য্ক্তুরাষ্ট্রকে আমাদের শঙ্কা ও ভীতির প্রতিও মনযোগ দেওয়া উচিত।

তিনি বলেন, পাকিস্তান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নীতির ব্যাপারে স্পষ্ট জবাব দিয়েছে। তবুও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একপক্ষীয় বক্তব্য অব্যাহত রয়েছে। অথচ পাকিস্তান সন্ত্রাসবাদের ঠিকানা নিঃশ্বেষ করে দিয়েছে।

এ সময় তিনি আরও বলেন, ভারতের সঙ্গে পাকিস্তান সকল বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। ভারত শুধু সন্ত্রাসবাদের বিষয়ে কথা উঠায়। তারা নিজেরাই জম্মু কাশ্মীরে রাষ্ট্রীয় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস পাকিস্তানকে বার্তা দিয়ে জানান, তালিবান এবং অন্যান্য জঙ্গি সংগঠনকে মদত দেওয়ায় পাকিস্তানের উপর কড়া নজর রাখছে মার্কিন প্রশাসন। অনেকদিন ধরেই জঙ্গিগোষ্ঠীদের সহযোগিতা করছে পাকিস্তান। তবে এখন আর তা চলবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রেখে অনেক লাভবান হয়েছে পাকিস্তান। পাশাপাশি সন্ত্রাসকে আশ্রয় দিয়ে নিজেদের ক্ষতিও করেছে।

পেনস জানান, মার্কিন সেনাকে আরও ক্ষমতা দেওয়ার জন্য উদ্যোগী হয়েছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। সরাসরি সন্ত্রাসবাদ রুখতে মার্কিন সেনাদের স্বাধীনতা দেওয়া হবে বলেও জানান পেনস। ইতিমধ্যেই আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠীকে কোণঠাসা করা গিয়েছে বলেও দাবি করেন তিনি। পেনস বলেন, ‘দেশে জুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় সাফাল্য আনতে পেরেছে মার্কিন সেনারা। প্রতিদিন, প্রতি মুহূর্তে সন্ত্রাসবাদ রুখতে আমরা সচেষ্ট হব।’
সূত্র : জিও নিউজ