খােলা বাজার২৪। মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮: কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-এর পপুলার চয়েজ ক্যাটাগরির দ্বিতীয় পর্যায়ের ভোটিং চলছে। যা শুরু হয়েছিল, গত বছর ১৬ ডিসেম্বর। যেখানে দর্শক পছন্দের সেরা চার খেলোয়াড় ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও ফুটবলার জাফর ইকবাল জায়গা পেয়েছেন। বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী ইতোমধ্যে এই ভোটিং-এ অংশ নিয়েছেন।
রাইজিংবিডির খবরে বলা হয়েছে, ৪ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)-এর ওয়েবসাইট www.bspa.com.bd-তে ভিজিট করে ভোট দেয়া যাবে। প্রতিদিন ভোটদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বেছে নেয়া হচ্ছে বিজয়ী। যারা পাচ্ছেন তারকা ক্রিকেটারদের অটোগ্রাফ দেয়া ব্যাট, স্কয়ারের গিফট হ্যাম্পার ও কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ।
আগামী ৬ জানুয়ারি, ২০১৮ শনিবার, জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০১৭ সালের সেরাদের পুরস্কার তুলে দেয়া হবে। ২০১৭ সালের পারফরম্যান্সের ভিত্তিতে এ বছর ১৪টি ক্যাটাগোরিতে পুরস্কার দেয়া হবে। বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান, শ্যুটার অর্ণব সারার লাদিফ ও ফুটবলার জাফর ইকবাল।
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী পুরস্কার বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। যা শুরু হয়েছিল ১৯৬৪ সালে।