খােলা বাজার২৪। বুধবার, ১০ জানুয়ারি, ২০১৮: গাজীপুরের মেঘবাড়িতে ৩০ জানুয়ারি রুপালি জগতের তারাদের মেলা বসতে যাচ্ছে। এদিন ঢাকাই চলচ্চিত্রের সিনিয়র-জুনিয়র শিল্পীসহ প্রায় ছয়শত শিল্পী একত্রিত হবেন। একে অপরের সঙ্গে কুশল বিনিময়, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দুপুরের খাবারের আয়োজন করা হবে।
হঠাৎ তারকাদের মিলন মেলা কেন এমন প্রশ্ন পাঠকদের মনে জাগতেই পারে। এ প্রশ্নের উত্তর জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি জানান, আগামী ৩০ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তারকাদের মিলন মেলা হতে যাচ্ছে। খবর রাইজিংবিডি’র।
জায়েদ খান বলেন, ‘আমরা নির্বাচিত হওয়ার পর প্রথমবার বনভোজন করতে যাচ্ছি। আমি চাচ্ছি, এবারে বনভোজনে সকল শিল্পীদের একত্রিত করতে। এবার একটু ভিন্ন কিছু করার পরিকল্পনাও রয়েছে। আশা করছি, সুন্দর ও সফলভাবে বনভোজনটি শেষ করতে পারব।’
বনভোজনে যাতায়াতের জন্য এফডিসিতে গাড়ির ব্যবস্থা করা হবে। এ ছাড়া বনভোজনে চলচ্চিত্র পরিচালক, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষদের আমন্ত্রণ জানানো হবে বলেও জানান জায়েদ খান।